‘খালেদা জিয়ার স্বাস্থ্যগত প্রতিবেদন নিয়ে ষড়যন্ত্র করছে সরকার’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মানববন্ধনে খালেদা জিয়ার স্বাস্থ্যগত প্রতিবেদন নিয়ে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।

আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক প্রতিবাদ সভায় এ অভিযোগ তোলা হয়।

মানববন্ধনে খালেদা জিয়ার স্বাস্থ্যগত মেডিকেল বোর্ডের রিপোর্ট নিয়ে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও তার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, খালেদার মেডিকেল রিপোর্ট প্রস্তুত হলেও সেদিন তা আদালতে দাখিল করেননি অ্যাটর্নি জেনারেল।

খন্দকার মাহবুব বলেন, এই সমাবেশ ও মানববন্ধন বিচার বিভাগের বিরুদ্ধে নয়। এটা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ষড়যন্ত্রের বিরুদ্ধে। আমরা ন্যায়বিচার চাই।

খালেদা জিয়ার আরেক আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যগত মেডিকেল বোর্ডের রিপোর্ট দেয়া নিয়ে সরকার ষড়যন্ত্র করছে।

এ অনুষ্ঠান থেকে বুধবার বিকেল ৪টায় আইনজীবী সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, অ্যাডভোকেট আবেদ রাজা, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, কামরুল ইসলাম সজল, মির্জা আল মাহমুদ, ব্যারিস্টার ফজলুর রহমান জুয়েল, ড. এম এম ওয়াছেল উদ্দিন বাবু, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আইয়ুব আলী আশ্রাফী, এহসানুর রহমান, ব্যারিস্টার ফাইয়াজ জিবরান, গোলাম আক্তার জাকির প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আপিল বিভাগে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এ লক্ষ্যে ১১ ডিসেম্বরের মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্যগত মেডিকেল বোর্ডের প্রতিবেদন দাখিল করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসির প্রতি নিদের্শনা রয়েছে আপিল বিভাগের।