আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) এর চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু

রাজাকারের তালিকায় নাম আসায় মর্মাহত আইসিটির চিফ প্রসিকিউটর

রাজাকারের তালিকায় নিজের নাম থাকা নিয়ে প্রতিক্রিয়ায় ঘটনার উৎস খুঁজে আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) এর চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। এ সময় তিনি বলেছেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত হয়ে রাজাকারের তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আমি হতবাক, মর্মাহত এবং অসুস্থবোধ করছি।’

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ চেম্বারে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।

গোলাম আরিফ টিপু বলেন,‘আমি একজন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। অথচ আমার নাম রাজাকারের তালিকায়। ২০১০ সালের ২৮ মার্চ সরকার আমাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব দিয়েছে। অথচ আজ আমার নাম রাজাকারের তালিকায়।’

তিনি বলেন, দাবি একটাই, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেই শক্তিকে যারা রাজাকার-আলবদরের তালিকায় যুক্ত করেছে সেটা কীভাবে হলো, তার উৎস কারা, সেটা খুঁজে বের করে আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আশা করছি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তাদের ভুল বুঝতে পারবে। খুব দ্রুত সংশোধনী দিয়ে তা নতুন করে প্রকাশ করবে। এছাড়াও এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনবেন।’

এর আগে গোলাম আরিফ টিপুর লিখিত বক্তব্য পড়ে শোনান ট্রাইব্যুনাল প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, ‘আমরা এর আগে যতবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ট্রাইবুনালের বিচারিক কাজের জন্য প্রয়োজনীয় নথি চেয়েছি, তারা কোনোদিন তা আমাদের সরবরাহ করেনি।’

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তবে ওই তালিকায় কয়েকজন মুক্তিযোদ্ধার নাম উঠে আসায় তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।