আইনজীবীদের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

আইনজীবীদের (ল’ইয়ার্স) ক্রিকেট বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। আট উইকেটে জয় তুলে নিয়ে চলমান বিশ্বকাপে দুর্দান্ত শুরু করল বাংলাদেশ ল’ইয়ার্স ক্রিকেট টিম।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) নিউজিল্যান্ডের হ্যামিলটন শহরে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই কমনওয়েলথ একাদশের বিরুদ্ধে এ জয় পায় বাংলাদেশের আইনজীবীরা।

বাংলাদেশ ল’ইয়ার্স ক্রিকেট দলের নেতৃত্ব দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল মুখার্জি ও একরামুল হক টুটুল। ম‌্যানেজার হিসেবে আছেন আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন।

নিউজিল্যান্ড থেকে দলের সহ-অধিনায়ক একরামুল হক টুটুল সাংবাদিকদের জানান, ২০১৫ ও ২০১৭ সালেও ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে আমরা অংশ নিয়েছিলাম। তখন জয় পাইনি। এবারই বিশ্বকাপের প্রথম ম্যাচেই আমরা জয় পেয়েছি। এটা অত্যন্ত আনন্দের।

ইন্টারন্যাশনাল ল’ইয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ল’ইয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন যৌথভাবে এ বিশ্বকাপের আয়োজন করেছে। এতে অংশ নিয়েছে আটটি দল। আগামী ৯ জানুয়ারি শেষ হবে এ বিশ্বকাপ।

এর আগে ২০০৭ ও ২০১৩ সালে ভারতে, ২০০৯ সালে ইংল্যান্ডে, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজে, ২০১৫/১৬ সালে অস্ট্রেলিয়ায়, ২০১৭ সালে শ্রীলঙ্কায় এ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।