সুপ্রিম কোর্ট বারের লাইব্রেরীর বই কিনতে ৩০ লাখ টাকা দিলেন আইনমন্ত্রী

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির লাইব্রেরীর বই কেনার জন্য ৩০ লক্ষ টাকার চেক প্রদান করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

আজ সোমবার (১৩ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর মিলনায়তনে চেক প্রদান অনুষ্ঠানে বারের সভাপতি এ এম আমিন উদ্দিনের হাতে ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

চেক প্রদানের পর আইনমন্ত্রীকে সমিতি ও আইনজীবীদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য শামীম সরদার বিষয়টি ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেছেন।

আইনজীবী শামীম সরদার জানান, অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির লাইব্রেরির উন্নয়নে আগামী চার বছর তার দায়িত্ব পালনকালীন সময়ে প্রতি বছর ৩০ লাখ টাকা করে প্রদান করবেন।