পুলিশ (প্রতীকী ছবি)
পুলিশ (প্রতীকী ছবি)

হাইকোর্ট থেকে জামিন নেওয়া সত্ত্বেও আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়া সত্ত্বেও নারী ও শিশু নির্যাতন আইনে দায়েরকৃত এক মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহীর মোহনপুরে বুধবার (১৫ জানুয়ারি) এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আসামির আইনজীবী এম রায়হান রনি বিষয়টি ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামি এ মামলায় হাইকোর্ট থেকে নেয়া জামিনের প্রমাণ হিসেবে অ্যাডভোকেট সার্টিফিকেট দেখানোর পরও মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ তা তোয়াক্কা না করেই আসামিকে গ্রেফতার করেছে।

অ্যাডভোকেট রায়হান রনি বলেন, আইনের অজ্ঞতার অজুহাত দেখিয়ে পুলিশের এমন বেআইনি কাজ আদালত অবমাননার শামিল। এজন্য মোহনপুর থানার ওসির বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেছি।

এর আগে, গত ১৪ জানুয়ারি আসামি শাহাদাৎ হোসেনকে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ ছয় সপ্তাহের আগাম জামিন দেন।

উল্লেখ্য, আসামি শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে দায়েরকৃত মামলাটি বর্তমানে রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে।