উচ্চ আদালত
উচ্চ আদালত

ধর্ষকদের ক্রসফায়ার চেয়ে সংসদে আলোচনা ঠিক হয়নি: হাইকোর্ট

জাতীয় সংসদে গেল সপ্তাহে ধর্ষণের শাস্তি হিসেবে ক্রসফায়ার চেয়ে, যে আলোচনা হয়েছে; তা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

আজ রোববার (১৯ জানুয়ারি) ধর্ষণ বিষয়ে একটি রুল জারির সময় এ মন্তব্য করেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন দণ্ডের বিধান রয়েছে। সম্প্রতি ধর্ষণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় সংসদের চলতি অধিবেশনে ধর্ষকদের প্রকাশ্যে গুলি করে হত্যার দাবি ওঠে।

রিট শুনানির এক পর্যায়ে আদালত বলেন, ‘ধর্ষণকারীদের ক্রসফায়ার দেওয়ার বিষয়ে জাতীয় সংসদে যে আলোচনা করা হয়েছে, তা ঠিক হয়নি।’

প্রসঙ্গত, ১৪ জানুয়ারি জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করে ধর্ষকদের ক্রসফায়ারে দেয়ার দাবি জানিয়ে সরকারি ও বিরোধীদলীয় এমপিরা এক জোট হয়ে বলেছেন, এই পৃথিবীতে ধর্ষকদের থাকার কোনো অধিকার নেই। আবার কেউ কেউ দাবি করেন, ধর্ষকদের ক্রসফায়ারে দিলে কোনো পাপ হবে না বরং বেহেশতে যাওয়া যাবে।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, আমি টুপি মাথায় দিয়ে আল্লাহকে হাজির-নাজির করে বলছি এদের ক্রসফায়ারে দিলে কোন পাপ হবে না বরং বেহেশতে যাওয়া যাবে।