আনসার বিদ্রোহ: খালাসপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহাল নিয়ে রায় ২ আগস্ট
বাংলাদেশের সর্বোচ্চ আদালত

৩০ জানুয়ারি বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট

আগামী ৩০ জানুয়ারি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অর্থাৎ হাইকোর্ট ও আপীল বিভাগের জন্য অবকাশকালীন ছুটি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে বুধবার (২২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরস্বতী পূজা উপলক্ষে আগামী ২৯ জানুয়ারির (বুধবার) পরিবর্তে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের উভয় বিভাগের জন্য অবকাশকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। এ ক্ষেত্রে ২৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অফিস এবং আদালতসমূহ খোলা থাকবে।