উচ্চ আদালত
উচ্চ আদালত

ঢাকা ট্যাকসেস্ বার নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত

রাজধানীর আয়কর আইনজীবীদের সংগঠন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবীদের (নীল প্যানেলের) মনোনয়নপত্র গ্রহণ সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগ।

এ সংক্রান্ত এক আপীল আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) আপীল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশের ওপর ৮ সপ্তাহের জন্য স্থগিতাদেশ প্রদান করেন।

আদালতে ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন এর পক্ষে শুনানী করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দ ইকবাল মোস্তফা, অ্যাডভোকেট উম্মে সালমা, অ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোঃ আকরামউদ্দিন শ্যামল এবং অ্যাডভোকেট মোঃ জাহেদুল আলম (জাহিদ)।

প্রসঙ্গত, ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন নির্বাচন ২০২০-২০২১ আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে মর্মে নির্বাচন কমিশন গত ২ জানুয়ারি তারিখ তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী গত ৬ ফেব্রুয়ারি নমিনেশন পেপার দাখিলের শেষ দিন ছিল। মনোনয়ন দাখিলের শেষ দিনে কতিপয় আইনজীবী নমিনেশন পেপার সংগ্রহ করে প্রয়োজনীয় নমিনেশন ফি জমা না দিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। পরবর্তীতে গত ৯ ফেব্রুয়ারি ওই রিটের শুনানি নিয়ে বিচারপতি তারিক-উল- হাকিম ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মনোনয়ন গ্রহণের নির্দেশ প্রদান করে আদেশ দেন।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন আপীল করলে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন প্রাপ্ত মনোনয়নসমূহ যাচাই বাছাই শেষে গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) বিভিন্ন পদে বৈধ প্রার্থীদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।