দেশের আদালতসমূহে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী
সংসদে আইনমন্ত্রী

দেশে এক লাখ মানুষের জন্য একজন বিচারক: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের বিচারাধীন মামলা নিষ্পত্তিতে বিচারকের সংখ্যা অপ্রতুল। বর্তমানে প্রতি এক লাখ মানুষের জন্য মাত্র একজন বিচারক রয়েছেন।

জাতীয় সংসদে জাতীয় পার্টির (জাপা) সাংসদ মুজিবুল হকের প্রশ্নের জবাবে সোমবার (১৭ ফেব্রুয়ারি) আইনমন্ত্রী এই তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

আনিসুল হক বলেন, প্রতি এক লাখ মানুষের জন্য দেশে মাত্র একজন বিচারক রয়েছেন। যেখানে ভারতে ৫০ হাজার জনে একজন, ইংল্যান্ডে ২০ হাজার জনে একজন, আমেরিকা, ফ্রান্স ও ইতালিতে ১০ হাজার জনে একজন বিচারক রয়েছেন।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের আপিল বিভাগের বিচারপতি আছেন সাতজন। এখানে মামলা আছে ২২ হাজার ৫৯৬টি। হাইকোর্ট বিভাগের ৯৭ জন বিচারপতির বিপরীতে মামলা আছে চার লাখ ৯০ হাজার ৮০০টি। অধস্তন আদালতে এক হাজার ৯৬৭ জন বিচারকের বিপরীতে ৩১ লাখ ২৭ হাজার ২৪৩ টি মামলা রয়েছে।