প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

কারাবন্দী আসামীদের জামিন শুনানির জন্য আদালতে হাজির না করার নির্দেশ

করোনা ভাইরাসজনিত (কোভিড-১৯) পরিস্থিতিতে কারাবন্দী আসামীদের জামিন শুনানির জন্য আদালতে হাজির না করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুর রহমান জানান, কারাবন্দি আসামীদের জামিন শুনানির জন্য কারাগার হতে প্রিজনভ্যান বা অন্য কোনভাবে আদালতে হাজির না করার জন্য বাংলাদেশ সুপ্রিমকোর্ট হতে প্রধান বিচারপতির আদেশক্রমে নির্দেশ প্রদান করেছেন।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারিতে পরিণত করোনাভাইরাস গত ৮ মার্চ শনাক্ত হয়েছে বাংলাদেশেও। এরপর প্রায় প্রতিদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ জন। মারা গেছেন একজন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন তিনজন। দেশে যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের কেউ প্রবাসফেরত, আবার কেউ ওই প্রবাসফেরতদের সংস্পর্শে থাকা স্বজন বলে জানাচ্ছে সরকারের আইইডিসিআর।