উচ্চ আদালত
উচ্চ আদালত

সুপ্রিম কোর্টের অবকাশ আরও দুই সপ্তাহ বাড়ানোর অনুরোধ আইনজীবী সমিতির

করোনা ভাইরাসের কারণে উচ্চ আদালতে লোক সমাগম কমাতে চলমান অবকাশ আরও দুই সপ্তাহ বাড়াতে প্রধান বিচারপতির নিকট অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে খাস কামরায় সাক্ষাৎ করে এই অনুরোধ জানান।

পরে এই বিষয়ে গণমাধ্যমে সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে করনীয় নিয়ে আমরা আইনজীবী সমিতি বসে একটি সিদ্ধান্ত নিয়েছি। আদালতে লোক সমাগম কমাতে চলমান অবকাশ আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য সবাই সম্মতি দিয়েছেন। সমিতির পক্ষ থেকে নেয়া একটি রেজুলেশন আমরা প্রধান বিচারপতিকে দিয়েছি; তাতে দুই সপ্তাহ অবকাশ বাড়ানোর অনুরোধ রয়েছে। প্রধান বিচারপতি বলেছেন, বিষয়টি তিনি দেখবেন।’

উল্লেখ, গত ১৩ মার্চ থেকে সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয় এবং তা চলবে ২৮ মার্চ পর্যন্ত।