ড. মোমতাজ উদ্দিন মেহেদী

সল্প আয়ের, জুনিয়র আইনজীবীদের সাহায্যার্থে বিশেষ তহবিল গঠনের প্রস্তাব রাখছি

ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী: 

বর্তমান করোনা পরিস্থিতিতে সর্বস্তরের জনগনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, সাথে সাথে ষাট হাজার আইনজীবী সমাজের মধ্যে সল্প আয়ের/ জুনিয়র আইনজীবীদের মারাত্নক অসুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ বার কাউন্সিলকে তাদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য আকুল আবেদন জানাচ্ছি। সরকারি ঘোষণা অনুযায়ী ৪ঠা এপ্রিল পর্যন্ত দেশের সকল অফিস আদালত বন্ধ থাকবে৷ অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এই ছুটি দীর্ঘায়িত হতে পারে।

এমতাবস্থায় বাংলাদেশের প্রত্যেকটি আইনজীবী সমিতিতে বার কাউন্সিলের তত্ত্বাবধানে সল্প আয়ের/ জুনিয়র আইনজীবীদের সাহায্যার্থে একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব রাখছি।

উক্ত ফান্ড গঠনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সরকার এবং বিত্তবান সিনিয়র আইনজীবীদের নিকট হতে অর্থ সংগ্রহ করা যেতে পারে। প্রত্যেকটি বার এসোসিয়েশনে আলাদা তহবিল গঠন ও বিশেষ মনিটরিং সেল গঠন করা এখন সময়ের দাবি।

তাছাড়াও বিজ্ঞ আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বার এসোসিয়েশন একজন আইনজীবীকে রিফান্ডেবল লোনের সুবিধা প্রদান করতে পারে।

লেখক-সাবেক সম্পাদক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা আইনজীবী সমিতি।

(ফেইসবুক স্ট্যাটাস থেকে সংগ্রহ)