করোনাকালে এই প্রথম যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্ট তাদের শুনানি করেছে টেলিফোনে

নভেল করোনাভাইরাসের গণসংক্রমণ ঠেকাতে ইতিহাসে এই প্রথম যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্ট তাদের শুনানি শুরু করেছে টেলিফোনে। বিচারক থাকবেন বাড়িতে। মামলার শুনানি সরাসরি সম্প্রচার করা হবে রেডিও এবং টেলিভিশনে।

সোমবার (৫ মে) থেকে আদালতের টেলিফোনিক কার্যক্রম শুরু হয়। স্থানীয় সময় সকাল ১০টায় প্রথম মামলার শুনানি শুরু হয়।

আগামী দুই সপ্তাহে আরো ৯টি মামলার শুনানি অনলাইনেই চলবে। ইতিহাসে প্রথমবারের মতো ফক্স এবং সি-স্প্যান নেটওয়ার্কসহ কয়েকটি মিডিয়া বাদী, বিবাদীর শুনানি ও আইনজীবীদের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে। বিচারক বাড়িতে টেলিফোনে থাকবেন, সেখানে কোনো ক্যামেরা থাকবে না, তাদের নির্দিষ্ট কাপড় না পরলেও চলবে।

এদিকে, যুক্তরাষ্ট্রে বিচার প্রক্রিয়ার স্বচ্ছ্তা আনার দাবি দীর্ঘদিনের। অনেক রাজ্য ও স্থানীয় আদালতে এ ধরণের ব্যবস্থা আগে থেকে থাকলেও নভেল করোনাভাইরাস সংক্রমণের মুখে সর্বোচ্চ আদালতে এই প্রথম এমন উদ্যোগ নেয়া হচ্ছে।