হাইকোর্টের এক বিচারপতি করোনায় আক্রান্ত, হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার। বর্তমানে সিএমইএইচ হাসপাতালে ভর্তি আছেন তিনি।

গত ৮ মে করোনায় আক্রান্ত হন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার। শুরুর দিকে সামান্য জ্বর ও কাশিতে ভুগছিলেন। পরে অবস্থার অবনতি হলে গত ১৩ মে তাকে মুগদার করোনা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে তাকে সিএমইএইচ হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থতার কারণে ১০ মে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে বিচারপতিদের ফুল কোর্ট সভায়ও তিনি অংশ নিতে পারেননি বলে জানা যায়।

২০১৮ সালের ৩১ মে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন শশাঙ্ক শেখর সরকার। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

করোনায় আক্রান্ত একাধিক আইনজীবী- 

ইতোমধ্যে ঢাকায় করোনা আক্রান্ত হয়ে কয়েকজন আইনজীবী হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়। তারমধ্যে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তিতাস হিল্লোল রেমার অবস্থা কিছুটা খারাপ হলে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করাতে হয়। দুই কন্যা সন্তানের জনক অ্যাডভোকেট রেমা খৃষ্টান ধর্মীয় ও গারো আদিবাসী আইনজীবী। তিনি ২০০৯ সাল থেকে ৭ মে ২০১৯ পর্যন্ত সুনামের সঙ্গে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।