বার কাউন্সিলের সাবেক সদস্য, বরেণ্য রাজনীতিবিদ জহিরুল ইসলাম আর নেই

কক্সবাজারের বরেণ্য রাজনীতিবিদ, খ্যাতিমান আইনজীবী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহযোদ্ধা এডভোকেট জহিরুল ইসলাম (৮৫) ইন্তেকাল করেছেন। তিনি গতকাল বেলা আড়াইটায় চট্টগ্রামে বড় ছেলে ব্যাংকার জাহেদুল ইসলামের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এডভোকেট জহিরুল ইসলাম (৮০) গত সোমবার ১৮মে বেলা আড়াইটার দিকে চট্টগ্রামের সিএইচসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালল্লিহি .. রাজিউন)। পরে তাঁর মরদেহ চট্টগ্রাম শহরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির তাঁর জ্যৈষ্ঠ সন্তান বিশিষ্ট ব্যাংকার জাহেদুল ইসলামের বাসায় নিয়ে যাওয়া হয়। চট্টগ্রামে মরহুম এডভোকেট জহিরুল ইসলামের প্রথম নামাজে সোমবার মাগরিবের নামাজের পর নাসিরাবাদ হাউজিং সোসাইটির মাঠে অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক গণ পরিষদ সদস্য এডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে গভীর দু:খ ও শোক প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী এডভোকেট জহিরুল ইসলাম গণপরিষদের সদস্য, কক্সবাজার জেলার গর্ভনর, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এবং গণফোরাম প্রতিষ্ঠাকালীন প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য ছিলেন।

এডভোকেট জহিরুল ইসলামের দ্বিতীয় নামাজে জানাজা আজ মঙ্গলবার ১৯ মে জুহুরের নামাজের পর তাঁর বাড়ি সংলগ্ন কক্সবাজার শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার কক্সবাজারে নামাজে জানাজা শেষে তাকে শহরের বইল্ল্যাপাড়া কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের সন্তান রাশেদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন।