আদালতের ২৬ বিচারক ও ৯৭ কর্মচারী করোনায় আক্রান্ত

ভার্চ্যুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকাজ পরিচালনা ও দায়িত্ব পালনের সময় এ পর্যন্ত সারা দেশের অধস্তন আদালতের ২৬ জন বিচারক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ সময় সুপ্রীম কোর্টের ২৬ জন এবং অধস্তন আদালতের ৭১ জন কর্মচারী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৩ জুন) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র জানিয়েছেন, আজ ২৩ জুন পর্যন্ত অধস্তন আদালতের ২৬ জন বিচারক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের ২৬ জন এবং অধস্তন আদালতের ৭১ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।

সাইফুর রহমান জানান, সুপ্রিম কোর্ট থেকে আক্রান্ত বিচারক ও কর্মচারীর চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলার জেলা জজদের অনুরোধ করা হয়েছে। তাঁদের সঙ্গে সুপ্রিম কোর্ট থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং তা প্রধান বিচারপতিকে অবহিত করা হচ্ছে।