প্রবীণ সাংবাদিক ও ল' রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ফারুক কাজী

ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতির মৃত্যু, প্রধান বিচারপতির শোক

প্রবীণ সাংবাদিক ও ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ফারুক কাজী (৭১) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টায় রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন ল’ রিপোর্টার্স ফোরামের বর্তমান সভাপতি ওয়াকিল আহমেদ হিরন।

বাদ জোহর কাঁটাবন মসজিদে জানাজার পর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক ফারুক কাজী একমাত্র সন্তান আরশি কাজী।

কর্মজীবনে এ প্রবীণ সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা, ইউএনবি, অবজারভারসহ বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠানে সাংবাদিকতা করেছেন।

এছাড়াও ফারুক কাজী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব ও দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রধান বিচারপতির শোক
এদিকে জ্যেষ্ঠ সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বিষয়টি ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বলেন, তিনি (প্রধান বিচারপতি) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।