সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনা আক্রান্ত

৪০ বিচারকসহ আদালতের ১৮১ কর্মচারী করোনায় আক্রান্ত

ভার্চ্যুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকাজ পরিচালনা ও দায়িত্ব পালনের সময় এ পর্যন্ত সারা দেশের অধস্তন আদালতের ৪০ জন বিচারক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ সময় সুপ্রিম কোর্টের ৪৫ জন কর্মচারী ও অধস্তন আদালতের ১৩৬ জন কর্মচারী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

আজ শুক্রবার (৩ জুলাই) সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুর রহমান বলেন, আজ ৩ জুলাই ২০২০ খ্রি পর্যন্ত অধস্তন আদালতের ৪০ জন বিচারক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের ৪৫ জন কর্মচারী এবং অধস্তন আদালতের ১৩৬ জন কর্মচারী করোনা ভাইরাস তথা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র জানান, আক্রান্ত বিচারকগণের মধ্যে ১ জন মৃত্যুবরন করেছেন, ১ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং ইতিমধ্যে ১৭ জন সুস্থ হয়েছেন। বাকী ২১ জন বিচারক নিজ বাসায় চিকিৎসা গ্রহণ করছেন।