নিয়মিত কোর্ট চালু করতে সুপ্রিম কোর্টে সাধারণ আইনজীবী পরিষদের মানববন্ধন

অবিলম্বে নিয়মিত কোর্ট চালু না করলে ১২ জুলাই থেকে আমরণ অনশনের আহ্বান

কালক্ষেপণ না করে সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতে রেগুলার (নিয়মিত) কোর্ট শুরু করার দাবি জানিয়েছে সাধারণ আইনজীবী পরিষদ। অন্যথায় আগামী ১২ জুলাই থেকে দেশের সব আদালতে লাগাতার মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও আমরণ অনশন কর্মসূচি পালনে আইনজীবীদের প্রতি আহ্বান জানানো হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের হলরুমে মঙ্গলবার (৭ জুলাই) সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান পরিষদের আহ্বায়ক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজউদ্দিন আহমদ মেহেদী।

তিনি বলেন, আগের মতো রেগুলার কোর্ট শুরু করার জন্য সাধারণ আইনজীবী পরিষদের পক্ষ থেকে প্রধান বিচারপতির কাছে আকুল আবেদন জানাচ্ছি।

মোমতাজউদ্দিন আহমদ বলেন, ‘৬০ হাজার আইনজীবীর জীবন-জীবিকা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। ইতোমধ্যে সরকার ভার্চ্যুয়িাল বিচার ব্যবস্থা চালু করেছে। দেশেরে ৯৫ শতাংশ আইনজীবী ভার্চ্যুয়াল কোর্ট সমর্থন করেননি। বড় জোর ৫ শতাংশ আইনজীবী ভার্চ্যুয়াল কোর্টে মামলা করতে সমর্থ হয়েছেন।

এজন্য অবিলম্বে নিয়মিত কোর্ট চালু করার দাবী জানানো হয় সংবাদ সম্মেলন।