বাংলাদেশ সুপ্রিম কোর্ট

আপীল বিভাগের বিচার ও প্রিন্টিং শাখার নিয়মিত কার্যক্রম শুরু

সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচার শাখা (বিচার ও পেপার বুক) ও প্রিন্টিং (রেকর্ড ও বাস্তবায়ন) শাখার নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার (১৩ জুলাই) থেকে সর্বোচ্চ আদালতের এ দুই শাখার নিয়মিত কার্যক্রম শুরু হয়।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপীল বিভাগের রেজিস্ট্রার মোঃ বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) থেকে আপীল বিভাগের বিচার শাখা (বিচার ও পেপার বুক) ও প্রিন্টিং (রেকর্ড ও বাস্তবায়ন) শাখার নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে। একইসঙ্গে এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।