৪২০ কোটি টাকা ফেরত পাবেন ইউনিপে টু ইউ’র গ্রাহকরা
সুপ্রিম কোর্ট এবং ইউনিপে টু ইউ

ইউনিপে টু ইউ-এর গ্রাহকদের পাওনা ৪২০ কোটি টাকা ফেরত দিতে রুল

কথিত মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপে টু ইউ-এর গ্রাহকদের পাওনা ৪২০ কোটি টাকা (অর্থ) কেন তাদেরকে ফেরত বা বুঝিয়ে দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

তিন কোটি টাকার ওপরে পাবেন-এমন এক গ্রাহকের করা রিট আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার (২৬ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শামসুজ্জামান তুহিন।

অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক ও ইউনিপে টু ইউর চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী শামসুজ্জামান তুহিন বলেন, বিচারিক আদালতের রায়ে মামলা-সংক্রান্ত বিভিন্ন হিসাবে অবরুদ্ধ আছে ৪২০ কোটি ১৪ লাখ ২৯ হাজার ৬৬৩ টাকা। এই টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

রিটকারী পক্ষের আইনজীবী আরও বলেন, মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপে টু ইউ-এর নামে এবং আসামিদের পরিচালিত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা এবং সেই টাকা গ্রাহকদের বুঝিয়ে দিতে বলেছেন আদালত। আজ আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।