চকরিয়ায় মা-মেয়েকে নির্যাতন: চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের চকরিয়ায় গরু চুরির মিথ্যা অপবাদে কোমরে রশি বেঁধে মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় আদালতের স্বপ্রণোদিত (স্যু মোটো) মামলায় চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

গত সোমবার (৭ সেপ্টেম্বর) চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এক স্যু মোটো আদেশে এর আগে আদালত এএসপি সার্কেলকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তদন্ত প্রতিবেদন দাখিল করলে আদালত প্রতিবেদনের আলোকে অপরাধ আমলে গ্রহণ করে চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।

উল্লেখ্য, গত ২১ আগস্ট কক্সবাজারের চকরিয়ায় গরু চুরির সঙ্গে জড়িত সন্দেহে দুই মেয়ে এক ছেলে, মাসহ পাঁচজনকে রশি দিয়ে বেঁধে প্রকাশ্যে দিবালোকে নির্যাতনের ঘটনা দেশ জুড়ে আলোচিত হয়। সামাজিক মাধ্যমসহ গণমাধ্যমে বিষয়টি ব্যাপক প্রচার হতে থাকলে আদালত স্বপ্রণোদিত হয়ে বিষয়টি নজরে আনেন।

চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মা পারভীন আক্তারসহ দুই মেয়ে রোজিনা আক্তার ও সেলিনা আক্তারকে হাজির করা হয়। এরপর আদালত তাদের জামিন দেন।