প্যানেল আইনজীবী নেবে বাণিজ্য মন্ত্রণালয়
চাকরি

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় ইন্টার্নশীপ করার সুযোগ

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় ইন্টার্নশীপ করার সুযোগ তৈরি হয়েছে। সংস্থার ‘ন্যাশনাল হেল্পলাইন’ কল সেন্টার / ‘লিগ্যাল এইড সেল’- এ কাজ করতে আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

খালি পদ: ০৬

চাকরির ধরণ: ফুল টাইম (৯-৫ টা, সপ্তাহে পাঁচ দিন)

কর্মস্থল: ঢাকা ও চট্টগ্রাম

ইন্টার্ন সময়সীমা: ৩ মাস (অক্টোবর-ডিসেম্বর, ২০২০)

আবেদনের যোগ্যতা:

  • প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যলয় থেকে এলএলবি (অনার্স) অথবা এলএলএম ডিগ্রীধারী হতে হবে
  • মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা টাইপে দক্ষ হতে হবে
  • ভালো যোগাযোগ ক্ষমতা থাকতে হবে
  • প্রশাসনিকসহ নতুন নতুন বিষয়ে কাজ শেখার আগ্রহ থাকতে হবে
  • বাংলা এবং ইংরেজিতে লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই।

বেতন: পেইড ইন্টার্নশীপ

উল্লেখিত যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের ছবির স্ক্যান কপি সংযুক্ত করে কভার লেটারসহ adadmin@nlaso.gov.bd or admonitoring@nlaso.gov.bd এই ই-মেইল ঠিকানায় রেফেরেন্স কোড Intern: NLASO- 200/2019-UNDP উল্লেখ করে জীবনবৃত্তান্ত প্রেরণ করতে বলা হয়েছে।

আবেদনের শেষ সময়: ২১ সেপ্টেম্বর, ২০২০

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ‘বিজ্ঞপ্তি’ দেখুন