মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যুতে বার কাউন্সিলের শোক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়রাম্যান অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিমের মা মাজেদা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

এ বিষয়ে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন স্বাক্ষরিত সংস্থার ওয়েবসাইট শোক বার্তা প্রকাশিত হয়।

শোক বার্তায় বলা হয়, ‘তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

প্রসঙ্গত, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিমের মা মাজেদা বেগম গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটে খুলনার সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।