অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন

নতুন চেয়ারম্যানকে বার কাউন্সিলের অভিনন্দন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। প্রসঙ্গত, পদাধিকার বলে তিনি বার কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বও পালন করবেন।

সংস্থার ওয়েবসাইটে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন স্বাক্ষরিত অভিনন্দন বার্তা প্রকাশ করা হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়, ‘সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল নিয়োগ হওয়ায় এবং বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান পদ অলংকৃত করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।’

এর আগে, গত ৮ অক্টোবর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ১৫তম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মৃত্যুবরণ করেন। এরপর এই পদে নিয়োগ পেলেন আমিন উদ্দিন।