চেক ডিজঅনার নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করল চেম্বার আদালত
চেক ডিজঅনার

চেকের মামলায় ব্যবসায়ীর ৫০ বছরের সাজা নিয়ে নতুন আইনি জটিলতা

চট্টগ্রামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে চেক ডিজঅনারের ৬৬টি মামলা হয়েছে। এসব মামলায় বিভিন্ন মেয়াদে ৫০ বছরের সাজা হয়েছে তাঁর। তবে তাঁকে কত দিন সাজা ভোগ করতে হবে তা নিয়ে নতুন আইনি জটিলতা তৈরি হয়েছে।

এ বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন প্রচিলত আইন অনুযায়ী দণ্ডিত ব্যক্তিকে ৫০ বছরই সাজা খাটতে হবে। তবে এক্ষেত্রে ভিন্ন মতও রয়েছে। কেননা একাধিক অপরাধে দণ্ডিত ব্যক্তির সাজা একসঙ্গে খাটার নজির আছে। ফলে আইনি এ জটিলতা কাটাতে নজর থাকবে হাইকোর্ট কি রায় দেন, সেই ব্যাখার ওপর।

জানা গেছে, নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ৬৬টি চেক ডিজঅনার মামলা রয়েছে। ২০১৪, ১৫ ও ১৬ সালে বিভিন্ন ব্যক্তির দায়ের করা মামলাগুলোতে ঐ ব্যবসায়ীর সাজা হয়েছে ৫০ বছর।

এরপর মামলাটি নিয়মানুযায়ী হাইকোর্টে আসে। জামিন হয় সেই ব্যবসায়ীর; কিন্তু প্রশ্ন উঠেছে, কত বছর সাজা খাটতে হবে ঐ ব্যবসায়ীকে। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলছেন, প্রচলিত আইন অনুযায়ী ৫০ বছরই সাজা খাটতে হবে।

যদিও পাশের দেশ ভারতে সাজার জন্য আলাদা আইন আছে। একই আইন আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াতেও। কিন্তু বাংলাদেশে নেই এ ধরনের কোনো আইন। এ অবস্থায় সবপক্ষই এখন তাকিয়ে হাইকোর্টের নির্দেশনার দিকে।

এরই মধ্যে বেশ কজন অ্যামিকাস কিউরির বক্তব্য শুনেছেন হাইকোর্ট। এখন অপেক্ষা মামলাটির চূড়ান্ত রায়ের। যেখানে নির্ধারণ হবে একই ঘটনায় একই ব্যক্তির সাজা হলে, কত বছর খাটতে হবে। সূত্র- চ্যানেল২৪