ইউনিয়ন ভূমি অফিসে ৩ বছর হলেই বদলি
ভূমি মন্ত্রণালয়

ভূমি মন্ত্রণালয়ে চাকরি বা বদলির প্রতিশ্রুতি দিলে পুলিশে খবর দেওয়ার অনুরোধ

কেউ ভূমি মন্ত্রণালয়ে চাকরি বা বদলির প্রতিশ্রুতি দিয়ে টাকাপয়সা চায় বা কোনও ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণার আশ্রয় নিলে তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মো. আব্দুল্লাহ আল নাহিয়ান স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইদানীং লক্ষ করা যাচ্ছে, কিছুসংখ্যক দুর্নীতিবাজ অসাধুচক্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র দিচ্ছে।

এছাড়াও, কেউ কেউ বদলির কথা বলে মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দফতর বা সংস্থায় কর্মরতদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এমনকি ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে চাঁদা দাবি করছে। এ সম্পর্কে ভূমি মন্ত্রণালয় কিংবা এর আওতাধীন কোনও দফতর বা সংস্থার কোনও সংশ্লিষ্টতা নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভূমি মন্ত্রণালয় বলেছে, ভূমি মন্ত্রণালয় কিংবা এর আওতাধীন দফতর বা সংস্থায় চাকরি দেওয়ার নাম করে, বদলির ভুয়া তদবিরে কিংবা মন্ত্রণালয়ে কর্মরতদের নাম ভাঙিয়ে অর্থ তথা চাঁদা দাবির গুরুতর ও দণ্ডনীয় ফৌজদারি অপরাধ। কেউ এই অপরাধ করলে তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ভূমি মন্ত্রণালয় অসাধুচক্রের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয় বেশ কয়েকবার সতর্কীকরণ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।

প্রয়োজনে, ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত যেকোনও তথ্য ‘তথ্য প্রদানকারী কর্মকর্তা’ ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রহমানের (মোবাইল ফোন নম্বর ০১৭১৮৬৩৩৩৭৫) কাছ থেকে যাচাই করে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের দাফতরিক ওয়েব পোর্টাল ‘minland.portal.gov.bd’ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ‘www.facebook.com/minland.gov.bd’।