গ্রীষ্মকালে আইনজীবীদের 'ড্রেস কোড' শিথিলে প্রধান বিচারপতির কাছে আবেদন
বিচারক-আইনজীবীর পোষাক (প্রতীকী ছবি)

শীতকালে সুপ্রিম কোর্টের বিচারক-আইনজীবীদের যে পোষাক পরতে হবে

দেশের সর্বোচ্চ আদালতের উভয় বিভাগের বিচারক ও আইনজীবীদের জন্য মামলা শুনানির সময় পরিধেয় পোষাক নির্ধারণ করে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ সোমবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আসন্ন শীত মৌসুমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের শারীরিক উপস্থিতি এবং ভার্চ্যুয়াল পদ্ধতিতে মামলা শুনানির সময় টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যন্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ এবং জাজেজ কোর্ট পরিধান করতে হবে।

অন্যদিকে আইনজীবীরা শারীরিক উপস্থিতি ও ভার্চ্যুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালে ক্ষেত্রমত টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যন্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ এবং কালো কোট/শেরওয়ানী পরিধান করতে হবে।

এ নিয়ম অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।