প্রতি মাসের ৭ তারিখের মধ্যে অধস্তন আদালতের বিচারকদের মাসিক কর্মসম্পাদন বিবরণী অনলাইনে পূরণের নির্দেশ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট লোগো

সুপ্রিম কোর্টের বিচারক-আইনজীবীর শীতকালীন ড্রেসকোড কার্যকর হচ্ছে বুধবার

শীত মৌসুমে দেশের সর্বোচ্চ আদালতের উভয় বিভাগের বিচারক ও আইনজীবীদের জন্য মামলা শুনানির সময় পরিধেয় পোষাক নির্ধারণ করে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) থেকে নতুন এ ড্রেসকোড কার্যকর হচ্ছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে, গতকাল সোমবার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে শীতকালে সুপ্রিম কোর্টের বিচারক-আইনজীবীদের মামলা শুনানির সময় পরিধেয় পোষাক নির্ধারণ করে দেয় সর্বোচ্চ আদালত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আসন্ন শীত মৌসুমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের শারীরিক উপস্থিতি এবং ভার্চ্যুয়াল পদ্ধতিতে মামলা শুনানির সময় টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যন্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ এবং জাজেজ কোর্ট পরিধান করতে হবে।

অন্যদিকে আইনজীবীরা শারীরিক উপস্থিতি ও ভার্চ্যুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালে ক্ষেত্রমত টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যন্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ এবং কালো কোট/শেরওয়ানী পরিধান করতে হবে।

এ নিয়ম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।