অ্যাডভোকেট মো. মহিউদ্দিন আব্দুল কাইয়ুম

করোনায় জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল কাইয়ুমের মৃত্যু, প্রধান বিচারপতির শোক

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো. মহিউদ্দিন আব্দুল কাইয়ুম মারা গেছেন। করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আজ রোববার (২২ নভেম্বর) তিনি ইন্তেকাল করেন।

সর্বোচ্চ আদালতের সিনিয়র আইনজীবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেন। গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, পেশাগত জীবনের প্রথম দিকে অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম গৈলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। স্কুলের শিক্ষকতায় ইতি টেনে তিনি সাংবাদিকতা পেশায় যোগ দেন। অতপর আইন পেশায় এসে হয়ে যান বরিশাল অঞ্চলের সেরা সিভিল আইনজীবী। বরিশাল থেকে হাইকোর্ট বেঞ্চ পুনরায় ঢাকায় চলে আসলে তিনিও ঢাকায় আসেন।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম মেয়াদে ১৯৯৬ সালে সরকার গঠন করলে ওই বছর থেকে অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী মনে প্রাণে ছিলেন একজন অসাম্প্রদায়িক বাঙালি।