অ্যাটর্নি জেনারেল কার্যালয়
অ্যাটর্নি জেনারেল কার্যালয়

ঘুষ চাওয়ায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অফিস সহায়ক বরখাস্ত

ঘুষ চাওয়ার অভিযোগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অফিস সহায়ক মোঃ মহসিন আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ খুরশিদ আলমের অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এ পদক্ষেপ গ্রহণ করেন।

জানা গেছে, মহসিন আলী আপিল বিভাগে শুনানির জন্য প্রস্তুতকৃত একটি মামলায় নোট কমিউনিকেট করবেন না জানিয়ে মোবাইল ফোনে ১০ হাজার টাকা ঘুষ দাবি করে। পরে অ্যাডভোকেট খুরশিদ আলম উক্ত মোবাইল কথোপকথনের অডিও ক্লিপ সংযুক্ত করে অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। অভিযুক্তকে সাময়িক বরখাস্তের পাশাপাশি শোকজ করেন। একইসঙ্গে এ ঘটনা তদন্তে একতি কমিটি গঠন করে দিয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।