স্বাস্থ্য সচিবকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চিঠি

আইনজীবী ও তাদের পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে স্বাস্থ্য সচিবের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত এক পত্রে এ অনুরোধ জানানো হয়। গত ৩ ডিসেম্বর আইনজীবী সমিতির পক্ষে উক্ত পত্র প্রেরণ হয়।

পত্রে বলা হয়, করোনা প্রার্দুভাবের শুরু থেকেই সুপ্রিম কোর্টের আইনজীবীদের করোনা আক্রান্ত হওয়ার অনেক ঘটনা ইতোপূর্বে ঘটেছে, অনেকে মৃত্যুবরণ করেছেন এবং অনেক সদস্য আক্রান্ত হচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য যাতে এই ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পেতে পারেন সেজন্য অনেক সদস্য সমিতির সভাপতি বরাবরে আবেদন করেছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ আবেদন সমর্থন করে।

পত্রে আরও বলা হয়, ‘যেহেতু আইনজীবীদের মধ্যে অনেকেই করোনায় মৃত্যুবরণ করেছেন এবং অসুস্থ হয়েছেন/হচ্ছেন, সেহেতু আইনজীবী সদস্যরা ও তাদের পরিবারের সদস্যদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন সুবিধার আওতায় আনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’