সাইবার ট্রাইব্যুনাল

‘বাবু খাইছো’ নিয়ে হিরো আলমের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

‘বাবু খাইছো’ শিরোনামে একটি মৌলিক গানের নাম, কথা ও সুর নকল করে প্রকৃত গানটি বিকৃতভাবে পরিবেশনের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের ২২,২৩ ও ২৪ ধারায় মামলাটি দায়ের করা হয়।

প্রকৃত গানের সুরকার জনপ্রিয় ব্যান্ড সোলস এর অন্যতম সদস্য মীর শাহরিয়ার হোসেন মাসুমের পক্ষে মামলাটি দায়ের করেন আইনজীবী দিদার-উস-সালাম।

আইনজীবী দিদার জানান, মামলাটি এখন তদন্তের জন্য আদালত সিআইডি’তে পাঠিয়েছেন।

প্রসঙ্গত, সম্প্রতি ‘বাবু খাইছো’ নামের একটি মিউজিক ভিডিও তুমুল আলোচিত হয়। মীর শাহরিয়ার হোসেন মাসুমের সুরে গানটি লিখেছেন ও গেয়েছেন তারই ছোট ভাই ডিজে মারুফ।

চলতি বছরের ৫ সেপ্টেম্বর ঈগল মিউজিকের ব্যানারে গানটি প্রকাশিত হয়। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে দর্শকপ্রিয়তা লাভ করে।

এদিকে আলোচিত এই গানটির সূত্র ধরে সম্প্রতি হিরো আলমও একই শিরোনামে একটি গান করেন।

মামলায় বাদীর অভিযোগ, গানটির নাম, চুম্বক অংশ ও সুর হুবহু নকল করেছে হিরো আলম।

একইসাথে, এই গানটি তৈরির মাধ্যমে মূল গান, শিল্পী ও শিল্পের মানহানি হয়েছে বলেও অভিযোগ বাদীর।