আইনজীবী তৌফিকা করিমের উদ্যোগে শীতার্ত মানুষের পাশে এলএএইচপি

দেশের বিশাল প্রান্তিক জনগোষ্ঠীর একটা গুরুত্বপূর্ণ অংশকে শীতের প্রকোপ থেকে স্বাচ্ছন্দ্যে রাখার লক্ষ্যমাত্রা নিয়ে এলএএইচপি’র নিয়মিত কর্মসূচী তথা ‘বিনা মূল্যে আইন সহায়তা প্রদান কার্যক্রম’ পরিচালনার পাশাপাশি ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচী- ২০২০’ পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে। বিভিন্ন ধাপে দেশের বেশ ক’টি অঞ্ছলে শীতার্তদের মাঝে কম্বল, চাদর ইত্যাদি বিতরণ করা হবে।

উক্ত কর্মসূচীর উদ্বোধনী অংশ হিসেবে সংস্থার চেয়ারম্যান এবং উক্ত কর্মসূচীর প্রধান উদ্যোক্তা অ্যাডভোকেট তৌফিকা করিম এর সার্বিক তত্ত্বাবধানে ২৩ ডিসেম্বর কুমিল্লায় ও ২৪ ডিসেম্বর রংপুর জেলায় শীতকালীন কম্বল বিতরণ করেন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

এলএইচপি মূলত অসহায় ও সুবিধাবঞ্চিত নাগরিককে বিনামূল্যে আইন সহায়তা প্রদানের উদ্দেশ্যে ২০০৯ সালে যাত্রা শুরু করলেও দেশের বিভিন্ন ক্রাইসিসে আইন সহায়তা প্রদান ছাড়াও সময়োপযোগী বহুমূখী মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে। এলএএইচপির চেয়ারম্যান এডভোকেট তৌফিকা করিমের তুখোড় নেতৃত্বে এলএএইচপি ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সহস্রাধিক বিনা বিচারে আটক অসহায় কারাবন্দিকে কারামুক্ত করেছে।

(সংবাদ বিজ্ঞপ্তি)