অবসরে গেলেন হাইকোর্টের সবচেয়ে লম্বা মানুষটি। ছবি: চ্যানেল চুয়েন্টিফোর
অবসরে গেলেন হাইকোর্টের সবচেয়ে লম্বা মানুষটি। ছবি: চ্যানেল চুয়েন্টিফোর

অবসরে গেলেন হাইকোর্টের সবচেয়ে লম্বা মানুষটি

দীর্ঘ ৩৭ বছর সুপ্রিম কোর্টকে আগলে রেখেছিলেন গেইটম্যান আলমগীর। হাইকোর্টে যিনি সবচেয়ে লম্বা মানুষ হিসেবে পরিচিত। সুপ্রিম কোর্ট ঘিরে বহু ঘটনার সাক্ষি সেই মানুষটি অবসরে গেলেন গেলো সপ্তাহে।

প্রায় চার দশকের দীর্ঘ সময়ে কখনো সুপ্রিম কোর্টের প্রধান ভবন, কখনো এনেক্স ভবন, কখনো বা আপিল বিভাগের গেইটম্যানের দায়িত্ব পালন করে গেছেন।

কথা হলো তার প্রিয় প্রাঙ্গন সুপ্রিম কোর্টেই। শোনালেন এ প্রজন্মের অনেকের অজানা কিছু ঘটনা।

একাধিক প্রধান বিচারপতির সাথে কাজের অভিজ্ঞতা রয়েছে আলমগীরের, বললেন অন্যরকম এক প্রধান বিচারপতি ছিলেন হাবীবুর রহমান শেলী।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, হুসেইন মুহাম্মদ এরশাদ সহ অনেককে কোর্টে হাজির হতে দেখেছেন। সাক্ষী হয়েছেন অসংখ্য বিচারের রায়ের।

তবে তার চাওয়া, প্রিয় প্রাঙ্গনে যেনো কোন হাঙ্গামা না হয়। কারণ কোর্ট প্রাঙ্গনে বেশ কবার আগুন জ্বালানো তাকে কষ্ট দিয়েছে। অবসর জীবনটা তিনি কাটাতে চান নিজ গ্রামে। সূত্র- চ্যানেল চুয়েন্টিফোর