ভিকটিম সেজে সাক্ষ্য দিতে এসে ধরা, বাদী-আসামী-ভুয়া সাক্ষীসহ কারাগারে ১১
কারাগার (প্রতীকী ছবি)

বৌভাতে মাংস কম দেওয়ায় সংঘর্ষ: কনেপক্ষের ৯ জন কারাগারে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রাফিয়াদী গ্রামে বৌভাত অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরের চাচা নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার (৬ জানুয়ারি) সকালে নিহতের ছেলে সুরুজ মীর বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এই মামলা দায়ের করেন।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ৯ আসামিকে বিকেলে আদালতে সোপর্দ করে পুলিশ। আসামিরা সকলেই কনে পক্ষের আত্মীয়।

আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিন এয়ারপোর্ট থানার ওসি জাহিদ-বিন আলম।

ওসি জানান, গত রবিবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রফিয়াদী গ্রামের সজীব মীর বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার রুনা বেগমকে বিয়ে করেন। ওইদিন রুনা বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নেওয়া হয়।

মঙ্গলবার বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে কনে পক্ষের ৪৮ জন অতিথি অংশগ্রহণ করে। খাবারের এক পর্যায়ে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কনেপক্ষের অতিথিদের সঙ্গে বরপক্ষের লোকজনের বাদানুবাদ হয়।

এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। দুই পক্ষের সংঘর্ষে আঘাত লেগে বরের চাচা আজহার ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে বুধবার দুপুরে বরিশাল মর্গে ময়না তদন্ত শেষে আজাহার মীরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি।