যশোরে ফেনসিডিলসহ আইনজীবী গ্রেফতার
যশোরে ফেনসিডিলসহ আইনজীবী গ্রেফতার

যশোরে ২২ বোতল ফেনসিডিলসহ আইনজীবী গ্রেফতার

যশোরের শার্শা সীমান্তে এক আইনজীবীর মোটরসাইকেল থেকে ২২ বোতল ফেনসিডিলসহ মিজানুর রহমান বিপ্লব (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার টেংরা মোড় এলাকা থেকে মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শার্শার বাগআঁচড়া ফাঁড়ির পুলিশ তাকে আটক করে।

তিনি যশোর কোতোয়ালি থানার আব্দুল হালিম রোডের স্টেডিয়াম পাড়ার লুৎফর রহমানের ছেলে ও যশোর কোর্টের আইনজীবী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একজন আইনজীবী ফেনসিডিল নিয়ে শার্শা সীমান্ত থেকে মোটরসাইকেল যোগে যশোরের দিকে যাচ্ছে। পরে অভিযান চালিয়ে তার ভ্যাসপা মটর সাইকেলের গতিরোধ করা হয়। এ সময় বাইকের মধ্যে লুকিয়ে রাখা ২২ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গতকাল বুধবার (৬ জানুয়ারি) সকালে যশোর আদালতে সোপর্দ করা হয়।