সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর -রশিদ
সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর -রশিদ

সুপ্রিম কোর্টে নর্দানের সাবেক শিক্ষার্থীদের সংগঠন এসএএএনইউবি- এর নতুন কমিটি

দেশের সর্বোচ্চ আদালতে আইন পেশায় নিয়োজিত নর্দান ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের সংগঠন সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন অব নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এসএএএনইউবি) -এর ২০২১-২০২২ বর্ষের নবনির্বাচিত কার্যকরি কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (৯ জানুয়ারি) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনে মোঃ আনোয়ারুল ইসলাম সভাপতি এবং মোঃ হারুন-অর -রশিদ সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।

সভাপতি-সম্পাদক ব্যতীত অন্যান্য পদে বিজয়ীরা হলেন- মোঃ হামিদুর রহমান মল্লিক (সহ-সভাপতি, মোঃ নাসিমুল হাসান (সহ-সভাপতি), ওবায়েদ আহমেদ (সহ-সাধারণ সম্পাদক), মোঃ ওয়াহেদুজ্জামান (সাংগঠনিক সম্পাদক), মাইনুল হক হাওলাদার (কোষাধ্যক্ষ), মোঃ হাবিবুর রহমান (দপ্তর ও প্রকাশনা সম্পাদক), নুসরাত জাহান (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক)।

এছাড়া দুটি কার্যকরী সদস্য পদে আল- ফয়সাল সিদ্দিকী ও কে এম জুলিয়াস শাহরিয়ার নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার রুহুল আমিন জানান, আগামীকাল রোববার (১০ জানুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচন তফসিল অনুযায়ী সবকটা পদে একের অধিক প্রার্থী না থাকায় ভোটাভুটি স্থগিত করে নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে তাদেরকে বিজয়ী ঘোষণা করেছেন।

কনভেনর কমিটি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটিকে আগামীকাল রোববার (১০ জানুয়ারি) বিকাল চারটায় সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর কনফারেন্স রুমে ক্ষমতা হস্তান্তর করবে বলেও জানান নির্বাচন কমিশনার।