স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আইনজীবী নিয়োগ

সরকারি স্বার্থ রক্ষার্থে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষে ও বিপক্ষে দায়েরকৃত মামলায় রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তার পাশাপাশি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের মামলা পরিচালনার জন্য হাইকোর্ট ও আপিল বিভাগে তালিকাভুক্ত চার (৪) জন আইনজীবী নিয়োগের লক্ষে নিম্নে বর্ণিত যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের থেকে দরখাস্ত আহ্বান হরা হচ্ছে।

আবেদনের নিয়ম ও যোগ্যতাসমূহ নিম্নরূপ

আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা, মাতা/স্বামীর নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, বয়স ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত দিতে হবে;

আবেদনের সঙ্গে সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করে দিতে হবে;

আবেদনকারীর বয়স ৩১ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে ৬০ বছরের মধ্যে হতে হবে। তবে অবসরপ্রাপ্ত জেলা জজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য;

আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, বার কাউন্সিলের সনদপত্র এবং হাইকোর্ট বিভাগ/আপিল বিভাগের তালিকাভুক্তির সনদপত্র এবং শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে;

হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় ১০ (দশ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে আপিল বিভাগের তালিকাভুক্তি এবং মামলা পরিচালনায় অভিজ্ঞতাসম্পন্ন আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে;

আবেদনকারী আইনজীবীকে ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত হতে হবে;

আবেদনকারী অন্যকোন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের আইনজীবী হিসেবে নিয়োজিত থাকলে তা উল্লেখ করতে হবে;

নিযুক্ত আইনজীবীকে সরকার কর্তৃক নির্ধারিত হারে এবং নির্ধারিত বিধি-বিধান মোতাবেক ফি প্রদান করা হবে;

উক্ত নিয়োগের মেয়াদ হবে ২ (দুই) বছর;

আবেদনপত্র আগামী ২৪ জানুয়ারি, ২০২১ তারিখ বিকাল ৫টার মধ্যে অতিরিক্ত সচিব, সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বংলাদেশ সচিবালয়, ঢাকা (আহ্বায়ক, আইনজীবী নিয়োগ/বাছাই কমিটি) বরাবর পৌঁছাতে হবে;

আইনজীবী নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে; এবং

ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।