প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন (ফাইল ছবি)
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন (ফাইল ছবি)

বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির অনুষ্ঠানের তারিখ পরিবর্তন

বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উৎযাপন উপলক্ষে দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আনিসুল হকের দিকনির্দেশনামূলক বক্তব্য গত ৩১/০১/২০২১ খ্রিঃ বক্তব্য প্রদান অনুষ্ঠানের কথা থাকলেও অনিবার্য কারণবশতঃ অদ্য ৩১/০১/২০২১ খ্রিঃ তারিখ রোজ রবিবারের পরিবর্তে আগামী ০৩/০২/২০২১ খ্রিঃ রোজ বুধবার সন্ধ্যা ৬:১৫ ঘটিকায় অনুষ্ঠিত হবে বলে আজ রবিরার (৩১ জানুয়ারি) দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মোহাম্মদ সাইফুল রহমান ল’ইয়ারস ক্লাব বাংলাদেশ ডট কমকে এই বিষয় নিশ্চিত করেন।

এছাড়াও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত অনুষ্ঠানের তারিখ অনিবার্য কারণবশতঃ পরিবর্তিত হওয়ায় পরবর্তী সময়সূচী অনুযায়ী দেশের ৬৪ জেলার জেলা ও দায়রা জজ এবং মহানগর এলাকার দায়রা জজগন কে ইতঃপূর্বে প্রেরিত Meeting ID এবং লিংক এর দ্বারা ভিডিও কনফারেন্সিং (Zoom meeting) এর মাধ্যমে অংশগ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।