প্রধান-বিচারপতি
প্রধান-বিচারপতি

আজ রোববার করোনার টিকা নেবেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কার্যক্রম শুরুর দিন আজ রোববার (৭ ফেব্রুয়ারি) করোনাভাইরাসের টিকা গ্রহণ করবেন। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেবেন তিনি।

গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান।

পরে এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানান, আজ রোববার দুপুরের দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রধান বিচারপতি টিকা গ্রহণ করবেন।

এদিকে, কার্যক্রমের প্রথম দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ বেশ কয়েকজন মন্ত্রী করোনার টিকা নেবেন। গতকাল দুপুর আড়াইটা পর্যন্ত টিকা নেয়ার জন্য ৩ লাখ ২৮ হাজার ১৩ জন নিবন্ধন করেছেন বলে জানান ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।