কক্সবাজার কারাগারে হাজতির মৃত্যু
কারাগার

৭৩৯৮ ভরি সোনা আত্মসাৎ: দুই ব্যাংক কর্মকর্তা কারাগারে

গ্রাহকদের বন্ধক রাখা প্রায় সাড়ে সাত হাজার ভরি সোনা আত্মসাতের মামলায় বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের দুই কর্মকর্তা প্রিন্সিপাল অফিসার মো. ওমর ফারুক ও সিনিয়র অফিসার (ক্যাশ) নুর মোহাম্মদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম দুই আসামিকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন । অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মাহফুজ মিয়া জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৬ ফেব্রুয়ারি সমবায় ব্যাংক লিমিটেডের এই দুজনসহ পাঁচ কর্মকর্তার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন সকালে সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহিসহ নয়জনের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ একটি মামলা দায়ের করেন সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।

মামলায় অভিযোগ বলা আছে, আসামিরা পরস্পর যোগসাজশে সমবায় ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ২ হাজার ৩১৬ জন গ্রাহকের বন্ধক রাখা ৭ হাজার ৩৯৮ ভরি ১১ আনা সোনা আত্মসাতের চেষ্টা করেন। এসব সোনার দাম প্রায় ৪০ কোটি ৮ লাখ ৬০ হাজার ৮৮৮ টাকা। আসামিরা অন‌্য ব্যক্তিকে প্রকৃত গ্রাহক সাজিয়ে ১১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার ৬৮৬ টাকার সোনা আত্মসাৎ করেছেন।