আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে অভিযোগপত্র

আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে অভিযোগপত্র

শুল্ক ও কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে স্বর্ণালঙ্কার মজুদের অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনের মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

দিলদার হোসেন সেলিমকে একমাত্র আসামি করে মামলার তদন্তে দায়িত্বপ্রাপ্ত শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন গত ২৮ ফেব্রুয়ারি এ অভিযোগপত্র দাখিল করেন।

মঙ্গলবার (২ মার্চ) আদালতে রমনা থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার (১ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিক অভিযোগপত্রে স্বাক্ষর করেন।

২০১৭ সালের ১২ আগস্ট চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ১৫ মণ সোনা ও হিরা জব্দের ঘটনায় এবং এসব মূল্যবান ধাতু কর নথিতে অপ্রদর্শিত ও গোপন রাখার দায়ে আপন জুয়েলার্সের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে পাঁচটি মামলা করেছে শুল্ক গোয়েন্দা।

এর মধ্যে গুলশান থানায় দু’টি, ধানমন্ডি, উত্তরা ও রমনা থানায় একটি করে মামলা দায়ের করা হয়েছে।