নারীকে উত্ত্যক্ত করায় ডিসি অফিসের কর্মচারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

নারীকে উত্ত্যক্ত করায় ডিসি অফিসের কর্মচারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

নারীকে উত্ত্যক্ত করায় টাঙ্গাইল জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের কর্মচারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আইয়ূবী এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ওই কর্মচারীর নাম রেজাউল করিম। তিনি জেলা প্রশাসন কার্যালয়ের অভিযোগ ও তথ্য শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রেজাউল করিম সরকারি কোয়ার্টারে থাকেন। পাশের কোয়ার্টারে থাকা এক নারীকে তিনি বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতেন। উত্ত্যক্তের বিষয়ে ওই নারী জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে রেজাউল করিমকে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করেন। পরে তাঁকে এক মাসের কারাদণ্ড দিয়ে রাতেই কারাগারে পাঠানো হয়।

ওই কর্মচারীকে ৫০৯ ধারায় কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আইয়ূবী।