সুপ্রিম কোর্ট বারের উদ্যোগে ‘ইতিহাসের মহানায়ক’ নামক গ্রন্থ প্রকাশ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে প্রকাশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি হিসেবে ‘ইতিহাসের মহানায়ক’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার (৪ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন এটি উন্মোচন করেন।

এএম আমিন উদ্দিন বলেন, সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মশিউর রহমানের উদ্যোগের ফলে আমরা বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে এমন একটি প্রকাশনার আয়োজন করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইনজীবী, আদালত, আইনের শাসন ও বিচার বিভাগ নিয়ে কী ভেবেছেন সে বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতেই আমাদের এই প্রকাশনা।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, সহ-সম্পাদক ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, সদস্য হুমায়ুন কবির প্রমুখ।