করোনায় চলে গেলেন সুপ্রীম কোর্টের আরেক আইনজীবী রশিদ আহমেদ

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্য ও প্রশাসনিক ট্রাইব্যুনালের নিয়মিত আইনজীবী রশিদ আহমেদ আজ ৫ এপ্রিল সোমবার দুপুর ১.৫০ মিনিটের সময় কভিড-১৯ আক্রান্ত হয়ে সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি করোনা আক্রান্ত হয়ে প্রায় ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫০ বৎসর।

মরহুমের লাশ গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় নিয়ে যাওয়া হবে, সেখানে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তিনি ২০১৭ সালে সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইনপেশা পরিচালনার জন্য অনুমতি প্রাপ্ত হন। তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্য হয়ে আইনপেশা শুরু করেছিলেন।