নারায়ণগঞ্জ হেফাজত সংঘর্ষ মামলায় কাউন্সিলর ইকবাল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজত ইসলামের হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে কাউন্সিলর ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ইকবাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সদস্য। সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বড়বাড়ি পশ্চিমপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে তিনি। আগে নারায়ণগঞ্জ বিএনপির কোষাধ্যক্ষ ছিলেন।

র‌্যাব-১১ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৮ মার্চ হেফাজত ইসলামের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক, সানারপাড়, শিমরাইল ও চিটাগং রোড এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে জনমনে ভীতি সঞ্চারসহ সরকারি কাজে বাধা সৃষ্টি করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব ও পুলিশ বাদী হয়ে ছয়টি মামলা করে। ইকবাল এসব মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।