দেড় বছর পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ

দীর্ঘ ১৮ মাস শন্য থাকার পর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেয়া হয়েছে। সম্প্রতি এক আদেশবলে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মোহাম্মদ ওসমান হায়দার নামের এক বিচারক যোগদান করেছেন। এর আগে তিনি উচ্চ আদালতের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন) দায়িত্বে ছিলেন।

ফেনীর আদালত সূত্র জানায়, ২০১৯ সালের অক্টোবর মাসে আলোচিত নুসরাত হত্যা মামলার রায় ঘোষণার পর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ ঠাকুরগাঁও জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়ে বদলি হন। সেই থেকে এই ট্রাইব্যুনালে আর কোনো বিচারককে পদায়ন করা হয়নি। দীর্ঘ এ সময়ে জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুননেসা এ আদালতের জরুরি বিষয়গুলোতে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। নিজ দায়িত্বের অতিরিক্ত চাপ থাকায় নারী ও শিশু আদালতের মামলাগুলো নিয়মিত দেখা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এতে করে ওই আদালতে মামলার জট পড়ে যায়।