‘খসরুর মৃত্যুতে আইন অঙ্গনে এবং সংসদীয় গণতন্ত্রে বিরাট শূন্যতা তৈরি হলো’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যডভোকেট আবদুল মতিন খসরু এমপি’র মৃত্যুতে বাংলাদেশের আইন অঙ্গনে এবং সংসদীয় গণতন্ত্রে এক বিরাট শূন্যতা তৈরি হলো বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (১৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী এসব মন্তব্য করেন।

শোকবার্তায় আইনমন্ত্রী জানান, অ্যাডভোকেট  আবদুল মতিন খসরু এমপি’র মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। তার মত একজন “ভ্যাটার্ন পার্লামেন্টারিয়ান” এর মৃত্যুতে বাংলাদেশের আইন অঙ্গনে এবং সংসদীয় গণতন্ত্রে এক বিরাট শূন্যতা তৈরি হলো।

মন্ত্রী তার শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এবং কুমিল্লা-৫  আসন থেকে নির্বাচিত  আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু আজ বুধবার বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর।

মরহুম আব্দুল মতিন খসরু ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আইনমন্ত্রীর দায়িত্ব পান। তিনি ১৯৫০ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি।