সাবেক এমপি ব্যারিস্টার জিয়াউর রহমান খান করোনায় মারা গেছেন

সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ শনিবার রাত সাড়ে ১০টায় তেজগাঁও ইমপ্লাস হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার জিয়াউর রহমান খান ঢাকা-২০ (ধামরাই) আসন থেকে চার বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

তার বাবা আতাউর রহমান খান ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী ও ১৯৮৪ সালে এরশাদ সরকারের সময় প্রধানমন্ত্রী ছিলেন।